আগরতলা, ৬ ডিসেম্বর : জাতের নামে বজ্জাতি রুখতে যুব সমাজকে আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানালেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর এর তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান মন্ত্রী। এদিন রাজধানী আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের তিরোধান দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে। এখানে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বিধায়িকা মিনারানী সরকার, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে অতিথিরা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডঃ বি আর আম্বেদকর কেবলমাত্র সংবিধান প্রণেতাই নন। দেশকে কুসংস্কারের আঁধার থেকে মুক্ত করার পথ দেখিয়েছেন তিনি। তাই আজকের এই দিনটি তাঁকে স্মরণে রাখার দিন।তাঁকে শ্রদ্ধা জানানোর দিন।
মন্ত্রী বলেন, বিশ্বের সর্ববৃহৎ সংবিধানকে রক্ষা করার সময় এসেছে। ডঃ বি আর আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়িত করার সময় এসেছে। তিনি বলেন, আমাদের রাজ্যে না থাকলেও দেশের বিভিন্ন স্থানে এখনো জাতের নামে বর্ণের নামে বজ্জাতিপনা রয়ে গেছে। আম্বেদকর বলেছিলেন শিক্ষিত হও, ঐক্যবদ্ধ হও এবং আন্দোলন কর। আজকে এই মানসিকতায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে জাতের নামে বজ্জাতিপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর জন্য আরো একটা সামাজিক আন্দোলন প্রয়োজন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রতিবছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ বছরও হচ্ছে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে উনাকে স্মরণ করা।উনার কৃতিত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা। কারণ তিনি সংবিধান রচনা করে আমাদের পথ দেখিয়েছেন।