বিলোনিয়া, ৪ ডিসেম্বর : সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্মেলনকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠনের স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী ১০ ও ১১ ডিসেম্বর সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্মেলনকে সামনে রেখে বিলোনিয়া মহকুমার বামপন্থী ছাত্র যুবদের উদ্যোগে রক্তদান শিবিরের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তারই অঙ্গ হিসাবে বুধবার ঋষ্যমুখ বিধানসভা ভিত্তিক ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্তের বাসভবনে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ বিধানসভার বিধায়ক অশোক মিত্র, সিপিআইএম মহকুমা কমিটির সদস্য আশীষ দত্ত, ত্রিলোকেশ সিনহা, রিপু সাহা, বিজয় তিলক, যুব নেতৃত্ব মধুসুদন দত্ত, সুব্রত দাস সহ বামপন্থী বিভিন্ন নেতৃত্বরা।