আমবাসা, ২০ নভেম্বর : ধলাই জেলার আমবাসায় একের পর এক বাইক চুরির ঘটনা ঘটেই চলছে। আমবাসার শান্তিপাড়া, কুলাই সহ আমবাসা এলাকা থেকে ৩টি বাইক চুরি হয়েছে। কিন্তু আমবাসা থানার পুলিশ এবং ভারপ্রাপ্ত ওসি এখন পর্যন্ত বাইকগুলির কোন হদিশ পায়নি।
অভিযোগ পুলিশ এদিক ওদিক ছোটাছুটি করলেও চোরেরা বাইক নিয়ে দিব্যি চলে যাচ্ছে। অন্যদিকে চুরি যাওয়া বাইকের মালিকরা বারবার থানায় এসে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। কারণ পুলিশ শীতঘুমে আচ্ছন্ন। বাইকগুলি উদ্ধারের ক্ষেত্রে তেমন কোন ভূমিকা দেখা যাচ্ছে না আমবাসা থানার। যার ফলে আমবাসা মহকুমার বাইক চালকরা অনেকটাই চিন্তিত রয়েছেন বাইক নিয়ে। কারণ যতগুলি বাইক চুরি হয়েছে সবগুলিই বাজার এলাকা থেকে চুরি হয়েছে।
এখন বাজার থেকেই দিনে দুপুরে বাইক চুরি করে কামাল দেখাচ্ছে চোরেরা। কারণ পুলিশের ঢিলেঢালা ভূমিকা চোরেদের সাহস বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে নেশা বিরোধী অভিযানও আমবাসায় অনেকটাই থেমে রয়েছে। প্রাক্তন ওসি গুরুপদ দেবনাথ নেশা বিরোধী অভিযানে কফ সিরাপ উদ্ধার করার পর এখন পর্যন্ত আর কোন নেশা বিরোধী অভিযান চোখে পড়েনি আমবাসাবাসীর। আমবাসা থানার নতুন ওসি নন্দন দাসের কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন আমবাসার জনগণ।