বক্সনগর, ১৯ নভেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আবারো গাঁজা বাগান ধ্বংস করার অভিযানে নামল যাত্রাপুর থানার পুলিশ। বেশ কিছুদিন গাঁজা বাগান ধ্বংস করার অভিযান বন্ধ থাকার পর মঙ্গলবার ফের চালু করল পুলিশ।
কিছুদিন আগেও গাঁজা চারার অসংখ্য নার্সারি এবং ছোট ছোট বাগান ধ্বংস করে যাত্রাপুর থানার পুলিশ। এখন এই নার্সারীর চারাগুলি একটু বড় হতেই গাঁজা কারবারিরা বিশাল বিশাল বাগান গড়ে তুলে। এই অবস্থায় যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে থানার অন্তর্গত থলিবাড়ি ভিলেজের গামাইছড়া এবং উলুখলা গ্রামের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ১৮ কানি জমির বিভিন্ন প্লটে ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করে।
যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গোপন খবর পেয়ে তিনি নিজে এবং অন্যান্য পুলিশ অফিসার ও টিএসআর জওয়ানের বিশাল বাহিনী যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাঁজা বাগানের প্লট ধ্বংস করে দেন। এই অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টার পর দুপুরে থানায় ফিরে আসেন। ওসি আরও জানিয়েছেন, যাত্রাপুর থানা এলাকায় চলতি মরশুমে কাউকে গাঁজা বাগান গড়ে তোলার জন্য সুযোগ দেওয়া হবে না।