টাকারজলা থেকে জম্পুইজলা পর্যন্ত কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত

আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেস ও কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সোমবার সকালে টাকারজলা বাজার থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে টাকারজলা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জোওয়ান, টি এস আর বাহিনী।

সংহতি পদযাত্রাটি টাকারজলা বাজার থেকে শুরু করে জম্পুইজলা বাজারে গিয়ে শেষ হয়।এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ যেন হঠাৎ করে টাকারজলা বিধানসভায় জেগে উঠলো কংগ্রেস। কেননা টাকারজলা কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছিল।

তবে এবারে টাকারজলা ও জম্পুইজলায় কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনরকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে প্রচুর সিআরপিএস ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়। এদিনের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে বলে অভিমত ব্যাক্ত করেছেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা ও জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?