আগরতলা, ১৭ নভেম্বর : রাজধানী আগরতলা শহরের আখাউড়া রোডের ব্যবসায়ী রতন চৌধুরীর বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ। বাড়ি আগরতলার যোগেন্দ্রনগর এর রেনটার্স কলোনি এলাকায়।
জানা গিয়েছে, শনিবার সকালে শুভাগত চক্রবর্তী বাড়ি থেকে বাইক নিয়ে বড় হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন তাঁকে বেশ কয়েকবার মোবাইলে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন থেকে অন্য কেউ কথা বলছিলেন। রবিবার সকালে রাজধানীর আখাউড়া রোডের রতন চৌধুরীর ফ্ল্যাটের একটি ঘর থেকে শুভাগত চক্রবর্তী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুভাগত চক্রবর্তীকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির নিকট আত্মীয়রা।
এদিকে মৃতদেহ উদ্ধার নিয়ে বাড়ির মালিক রতন চৌধুরী জানান, শুভাগত চক্রবর্তীর সাথে তার ব্যবসায়িক লেনদেন রয়েছে। এই লেনদেনের হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে শনিবার বিকেলে তিনি তার বাড়িতে যান। প্রায় সময়ই শুভাগত তার বাড়িতে যেতেন। একসাথে খাওয়া দাওয়া করতেন। কোন কোন দিন এই বাড়িতে রাত কাটাতেন তিনি। শনিবারও এমনটাই হয়েছিল।
রতন চৌধুরী, তার স্ত্রী এবং বন্ধু শুভাগত চক্রবর্তী একসাথে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে গল্প গুজব করেন তারা। পরে রতন চৌধুরীদের পাশের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। রবিবার সকালে রতন চৌধুরী চা করে শভাগতকে চা খাওয়ার জন্য ডাকেন। একাধিক বার ডাকলেও শুভাগত চক্রবর্তীর কোন সাড়া মিলেনি। শেষ পর্যন্ত তারা বিষয়টি পশ্চিম থানায় জানান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এই ব্যাপারে প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।