বক্সনগর, ১৬ নভেম্বর : বাঁশ কাটতে গিয়ে ৬৩ হাজার ভোল্টের পরিবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবুল নমঃ নামের ৫৫ বছর বয়সি শ্রমিকের। ঘটনা শনিবার সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন ফকিরাদোলা নমঃ পাড়া এলাকায়। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রমিক বাবুর নমঃ বাঁশবেতের কাজ করে জীবনযাপন করতেন। শনিবার সকালে বাড়ির পাশেই ফকিরাদোলা এলাকায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় ঝাড়ের উপর ৬৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের সাথে বাঁশ স্পর্শ হওয়ার সাথে সাথেই মৃত্যু হয় শ্রমিক বাবুল নমঃর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহীর তারের সংস্পর্শে আসা মাত্রই মুহূর্তের মধ্যে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন শ্রমিক বাবুল নমঃ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পরবর্তী সময়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝাড়ের ওপর থেকে জ্বলন্ত অবস্থায় থাকা শ্রমিক বাবুল নমঃ এর মৃতদেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।