কুমারঘাট, ১৫ নভেম্বর : মহান বিপ্লবীদের জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম আরও বেশী করে দেশাত্ববোধে জাগ্রত হবে। শুক্রবার ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে উনকোটি জেলাভিত্তিক জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে একথা বলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস।
কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে ঊনকোটি জেলাভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য অগণিত বীর সৈনিক তাদের নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন। তাঁদের মধ্যে বিরসা মুন্ডা ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। জনজাতিদের কাছে বিরসা মুন্ডা শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেননা, তিনি ছিলেন ভগবান সম। ২০২২ সাল থেকে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী সারা দেশে উদযাপন করা হচ্ছে তার কৃতিত্বকে দেশের মানুষের কাছে তুলে ধরতে। জ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতি এলাকার অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। গত বাজেটে ১৭টি নতুন আবাসিক স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক ডি কে চাকমা, উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, পেঁচারথল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্থ সাহা, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এন এস চাকমা প্রমুখ।