আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার নেশা সামগ্রী, গ্রেফতার নেই

আগরতলা, ১৫ নভেম্বর : আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে পাচারের জন্য রাখা নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ৷ তবে এই ঘটনায় কাউকেই পুলিশ আটক করতে পারেনি৷

আগরতলা জিআর থানার ওসি তাপস দাস শুক্রবার জানিয়েছেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বহিঃরাজ্য থেকে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে আনা হচ্ছে বলে গোপন সূত্রে খবর ছিল৷ সেই মোতাবেক বুধবার রাত দুইটা নাগাদ আগরতল রেল স্টেশন থেকে বরুবার সমস্ত জায়গায় জিআর থানার পুলিশ এবং আরপিএফ নজরদারী চালায়৷ কিন্তু, রাতে কাউকেই আটক করা সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাসি চালানো হয়৷ তাতে সাফল্য আসে৷

ওসি তাপস দাস জানান, রেলের টয়লটের বিভিন্ন চেম্বারে এবং ট্রেনের নিচে সেফটি ট্যাঙ্কের খোপে খোপে লুকিয়ে রাখা ২৯০ বোতল এসকফ ও ফেন্সিডিলের বোতল এবং নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এগুলি কে বা কারা সেখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?