বিলোনিয়া ১৪ নভেম্বর : শিক্ষার মাধ্যমে আমরা নিজেদের জীবন, রাজ্য এবং সমাজ পরিবর্তন করতে পারি। রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক শিশু দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
সমবায় মন্ত্রী বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। যে সমাজে শিক্ষা নেই, সে সমাজ উন্নত হতে পারে না। তাই শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের জীবন সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বাল্যবিবাহ রোধে শিক্ষক-শিক্ষিকাদেরও ভূমিকা নিতে হবে। নেশা সমাজকে গ্রাস করছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হবে।
রাজ্যভিত্তিক শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া মহকুমা শাসক কৃষ্ণ চন্দ্র গুপ্ত, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক ও সমাহর্তা স্মিতা মল এম এস প্রমুখ।