আগরতলা, ১৪ নভেম্বর : আগামীকাল ১৫ নভেম্বর আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হবে।বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এক সংবাদিক সম্মেলনে একথা জানান।
জেলা শাসক জানিয়েছেন, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিটে একটি র্যালি বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে মিলিত হবে। সন্ধ্যা ৫টা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি লোকনৃত্য ও লোকসংগীত নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়াও রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে সন্ধ্যা ৫টা থেকে জনজাতিদের বিভিন্ন খাবারের উপর একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে।