আগরতলা, ১৪ নভেম্বর : তপশিলি জাতি সম্প্রদায়ের কল্যাণে গৃহীত প্রকল্পের সুবিধা যথাযথভাবে রূপায়ণ করতে হবে। বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রী ও জনগণের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প ও পরিষেবাগুলির সুবিধা যথাযথভাবে পৌঁছে দিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিক ও কর্মচারীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তাহলেই তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে।
পর্যালোচনা সভায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা জয়ন্ত দে, যুগ্ম অধিকর্তা ভাস্বর ভট্টাচার্য, উপঅধিকর্তা প্রদীপ রিয়াং ছাড়াও জেলা কল্যাণ আধিকারিক, মহকুমা কল্যাণ আধিকারিক, শিক্ষা, পূর্ত, গ্রামোন্নয়ন, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, মৎস্য ও ট্রেডার আধিকারিকরা উপস্থিত ছিলেন।