ত্রিপুরায় পেট্রোলে রেশনিং প্রত্যাহার করল প্রশাসন

আগরতলা, ১৪ নভেম্বর : ত্রিপুরায় পেট্রো পণ্যের আমদানি ও চাহিদা অনুযায়ী যোগানের উন্নতি হওয়ায় বৃহস্পতিবার থেকে পেট্রোল বিক্রয়ের উপর বিধিনিষেধ তথা রেশনওং প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, বদরপুর-লুমডিং সেকশনে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ত্রিপুরা সরকার গত রবিবার থেকে পেট্রোলে রেশনিং ব্যবস্থা শুরু করে। রেলে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পরে বুধবার দুটি ওয়াগন রাজ্যে পৌঁছেছে। খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাধারণ মানুষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবারের মধ্যে সমস্ত পাম্পে পেট্রোল এবং ডিজেলের প্রাপ্যতা স্বাভাবিক হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?