আগরতলা, ১৩ নভেম্বর : ত্রিপুরায় পেট্রোলে রেশনিং শুরু করার পাঁচ দিন পর বুধবার পেট্রোল ও ডিজেলের দুটি ওয়াগন ত্রিপুরায় পৌঁছেছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ রাজ্যের সমস্ত জেলায় পেট্রোল ও ডিজেল পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বদরপুর-লুমডিং সেকশনে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ত্রিপুরা সরকার গত রবিবার থেকে পেট্রোলে রেশনিং ব্যবস্থা শুরু করে। রেলে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পরে বুধবার দুটি ওয়াগন রাজ্যে পৌঁছেছে। খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাধারণ মানুষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল রাতের মধ্যে সমস্ত পাম্পে পেট্রোল এবং ডিজেলের প্রাপ্যতা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।