তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর : অনৈতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযানে নামল তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর সহ তেলিয়ামুড়া পুর পরিষদের এক যৌথ টিম। বুধবার তেলিয়ামুড়া বাজার সহ আশপাশ এলাকায় চলে এই প্রশাসনিক অভিযান। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সি.ই.ও তথা ডি.সি.এম অমিত রায় চৌধুরী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা।
এদিনের প্রশাসনিক অভিযান সম্পর্কে ডি.সি.এম অমিত রায় চৌধুরী বলেন, বর্তমান সময়ে যে সকল অসাধু ব্যবসায়ীরা অনৈতিকভাবে অধিক মুনাফার আশায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে এই অভিযানের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া, যে সকল দোকানে অপচনশীল প্লাস্টিক ক্যারিব্যাগে সাধারণ মানুষজনদের কাছে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তৎসঙ্গে, মজুতকৃত সামগ্রীর সঠিক কাগজ প্রশাসনিক আধিকারিকদের দেখাতে না পারায় একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীদিনেও এই ধরনের প্রশাসনিক অভিযান জারি থাকবে বলে জানান ডি.সি.এম অমিত রায় চৌধুরী।