আগরতলা, ১৩ নভেম্বর : দেশের ১৮টি জায়গার সাথে আগরতলা রেল স্টেশনেও বুধবার প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হল। এই উপলক্ষে আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেটের উদ্বোধন করেন।
বুধবার দেশের ১৮টি স্থানে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ১৮ টি জন ঔষধি কেন্দ্রের মধ্যে আগরতলা রেল স্টেশনেও একটি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হল বুধবার। এই উপলক্ষে আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ের লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পান্ডে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেট এর উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসী স্বল্প খরচে ভাল ঔষধ পাবেন। এতে রাজ্যবাসী সুফল পাবেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, স্বাধীনতার পর পূর্বতন কেন্দ্রীয় সরকারগুলি উত্তর পূর্বাঞ্চলের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেনি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় চালু করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেল লাইন চালু হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুতের কাজও শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আগরতলা থেকে শিলচর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।