আগরতলা, ১১ নভেম্বর : ‘উন্নতি-২০২৪’ প্রকল্পটি আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সোমবার আগরতলায় প্রজ্ঞাভবনে ‘উন্নতি’ প্রকল্পের উপর আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ঘটাতে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনের নানা সুযোগ সুবিধা প্রদান করে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যে শিল্পের বাস্তুতন্ত্রকে আরও মজবুত করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নতুন বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য ও উন্নয়ন বিভাগ (ডিপিআইআইটি)-কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য ও উন্নয়ন বিভাগের অধিকর্তা করমপাল সিং, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক প্রমুখ।