আগরতলা, ১০ নভেম্বর : আবারও আন্দোলনের পথে নামতে চলেছে ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা। দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। মূলত সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল নিয়ে আবারো মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা।
প্রদ্যোত কিশোর দেববর্মা জানিয়েছেন আগামী ১৪ নভেম্বর সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হবে। দলের ব্লক স্তরের কর্মীরা মহকুমা শাসক কিংবা জেলা শাসক মারফত এই ডেপুটেশন প্রদান করবে। তিনি আরও জানিয়েছেন, এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। জনজাতিদের স্বার্থে আবারও এই দাবি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দাবি পূরণ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। পার্লামেন্টে এই বিল পাস করা সম্ভব।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব এই বিল পাশ করার জন্য সহমত পোষণ করলেও কেন এখন পর্যন্ত এই বিল পাস হচ্ছে না। তিনি বলেন, বিগত দিনের দাবিগুলি থেকে এক ইঞ্চিও তিনি সরে আসেননি। যেদিন ৯০ শতাংশ দাবি কেন্দ্র সরকার পূরণ করবে সেদিন ১০ শতাংশ দাবি পূরণ না হলেও সরকারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।