আগরতলা, ১০ নভেম্বর : রবিবার ধর্মীয় রীতিনীতি মেনে রাজধানী আগরতলা শহরের কুঞ্জবনস্থিত বেনুবন বিহারে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব। এদিন এই উৎসব উপলক্ষে প্রার্থনা সভারও আয়োজন করা হয়।
চীবর কথার অর্থ হল চার খণ্ডের পরিধেয় বস্ত্র, যাতে রয়েছে দোয়াজিক, অন্তর্বাস, চীবর ও কটিবন্ধনী। এই পোশাক পরতে দেয়া হয় বৌদ্ধ ভিক্ষুদের। প্রতি বছর নির্দিষ্ট সময়ে সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদেরকে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে সংবাদ এক বৌদ্ধ ভিক্ষু জানান, বৌদ্ধ শাস্ত্র মতে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।