সোনামুড়া, ১০ নভেম্বর : ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ ৬৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিল সংরক্ষিত বনাঞ্চলে। পাঁচটি প্লটে এই গাঁজা বাগিচা গড়ে তোলা হয়েছিল।
জানা গিয়েছে, রবিবার ভোরে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে ২৫ জন জওয়ান তিনটি গাড়ি ভর্তি করে অভিযান চালায় থানা এলাকার নিদয়া পঞ্চায়েতর পূর্ব দিকে তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চলে। সেখানে পাঁচটি প্লটে গাঁজা বাগান ধ্বংস করা হয়।
ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, থানার পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুলিশ ও এসপিও জওয়ান সহ ২৫ জন ছিলেন। এই পাঁচটি প্লট কাটিং করতে প্রায় তিন ঘন্টা সময় লাগে। ওসি জানিয়েছেন, শনিবার তাদের কাছে খবর আসে যে সেখানে নাকি বেশ কিছু গাঁজা বাগান গড়ে তোলা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে সফলতাও এসেছে।
অপরদিকে ৮ নভেম্বরও বেশ কিছু গাঁজা গাছ কেটে ধ্বংস করেছিল পুলিশ। একদিন পরেই আবার ৬৫ হাজার গাঁজা গাছ কাটা হল। যাত্রাপুর থানার ওসি বলেন, আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গাঁজা বাগান নির্মূল করার অভিযান চলছে। যেখানে গাঁজা বাগান গড়ে তোলা হবে সেখানেই সমস্ত বাগান কেটে ধ্বংস করা হবে।