কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী রতন লাল নাথ

উদয়পুর, ৯ নভেম্বর : কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। কৃষকরাই আমাদের তিনবেলা খাবার যোগায়। কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। শনিবার গোমতী জেলার কিল্লা ব্লকের উত্তর বড়মুড়া ভিলেজ কার্যালয় প্রাঙ্গণে রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার কমলা চাষীদের পাশে আছে। উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কমলার উৎপাদন গত বছরের থেকে ভালো হয়েছে। আগে জম্পইতে কমলা উৎপাদন বেশি হলেও বর্তমানে কিল্লায় অনেক বেশি কমলা উৎপাদন হচ্ছে। কমলালেবু একটি অর্থকরী ফসল। কমলা চাষের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কিল্লা ব্লকের উত্তর বড়মুড়া এলাকা কমলা চাষের জন্য একটি আদর্শ জায়গা।

কৃষিমন্ত্রী আরও বলেন, এখন ত্রিপুরার আনারস, কাঁঠাল, লেবু, তেঁতুল, আদা, পান, হলুদ দুবাই, ইংল্যান্ড, জার্মানি ও কাতারে রপ্তানি হচ্ছে। ড্রোন ব্যবহার করে কমলা গাছে কীটনাশক ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। যাতে পোকার আক্রমণ থেকে কমলা গাছকে রক্ষা করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সমাজসেবী জয়কিশোর জমাতিয়া, সমাজসেবী রতীন্দ্র জমাতিয়া প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?