কৈলাসহর, ৯ নভেম্বর : ঊনকোটি জেলার কৈলাসহরের আরজিএম হাসপাতাল চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ ঘিরে জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। হাসপাতালে চারপাশে ঝোপঝাড়। নালা নর্দমা অপরিচ্ছন্ন। হেলদোল নেই প্রশাসনের।
চারপাশের আবর্জনা আর অপরিচ্ছন্ন পরিবেশ যেন হাসপাতালের প্রতি দপ্তরের কর্তাদের উদাসীনতার চিহ্ন বহন করছে। হাসপাতালের পুরনো অ্যাম্বুলেন্সগুলি দীর্ঘদিন ধরে এক জায়গায় পড়ে থাকায় জং ধরে গেছে। হাসপাতাল চত্বরের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় পরিচ্ছন্নতার অভাবে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিস্কার পরিচ্ছন্ন না করার ফলে ময়লা জমে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। হাসপাতাল কোয়ার্টারগুলির চারপাশে ছোট ছোট গাছ গজিয়ে উঠেছে। আর ভাঙা জলের ট্যাপের কারণে ট্যাঙ্ক থেকে জল ছিটকে পড়ে নষ্ট হয়ে ট্যাঙ্ক প্রায় এক বছর ধরে খালি। তাই রোগীর পরিবারের লোকজনকে জলের জন্য ছুটতে হচ্ছে পার্শ্ববর্তী দোকানে।
হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দারা বলেন, আমরা এখানে খুবই সমস্যায় আছি। জঙ্গলের কারণে সাপ পর্যন্ত ঢুকছে ঘরের ভেতর। পর্যাপ্ত জল পাচ্ছি না, আর পরিষ্কার করার কোন উদ্যোগও নেয়া হয় না। ড্রেনে ময়লা জমে মশার উৎপাত বেড়েই চলেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম ব্যবস্থা নেওয়া হয় না। কয়েক বছর আগেও এই হাসপাতাল ছিল পুরো জেলার মানুষের কাছে চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য জায়গা। কিন্তু বর্তমানে কৈলাসহরের এই মহকুমা হাসপাতাল যেন দপ্তরের কর্তাদের নজরের বাইরে চলে গেছে। হাসপাতালের ভিতরের দৃশ্যও বাইরে থেকে আলাদা কিছু নয়। জায়গায় জায়গায় ময়লা, ভাঙা চেয়ার, অগোছালো ওয়ার্ড। সব কিছু মিলিয়ে হাসপাতালের অবস্থা আরও শোচনীয়।
স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় মান এবং পরিচ্ছন্ন পরিবেশের কোন নজির নেই এখানে। কৈলাসহর মহকুমা হাসপাতালের এমন অবহেলিত চেহারা কেবলই দপ্তরের কর্তাদের নজরদারির অভাব নয়, এটি স্বাস্থ্য পরিষেবার প্রতি দায়িত্বহীনতারই প্রতিচ্ছবি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোয়ার্টারের বসবাসকারীদের প্রশ্ন কবে ফিরবে এই হাসপাতালের আগের সেই পরিচ্ছন্ন পরিবেশ, আর কবে হবে জনগণের প্রতি প্রতিশ্রুতির বাস্তবায়ন।