আমবাসা, ৬ নভেম্বর : ধলাই জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার। চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে কলা উৎসবের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। কুলাই কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয় এই কলা উৎসব।
জেলা ভিত্তিক কলা উৎসবে জেলার ৫০টি বিদ্যালয় অংশগ্রহণ করে বলে জানা যায়। এদিন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক সুস্মিতা দাস বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা খুবই জরুরী। আর এ ধরনের কলা উৎসব ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ করে তুলবে।
উদ্বোধক সুস্মিতা দাস ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধলাই জেলা পরিষদের সহ -সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমলী দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা। কলা উৎসবকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।