মোহনপুর, ৬ নভেম্বর : আমাদের জ্ঞান আসে বই থেকে তাই ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি করে বই পড়ার পরামর্শ দিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।
পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের ঐরান চৌমুহনিতে বুধবার মোহনপুর পাবলিক লাইব্রেরির দ্বারোদঘাটন করেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ত্রিপুরাতে এটি নিয়ে ২৯টি পাবলিক লাইব্রেরি রয়েছে। প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে, ভিলেজে লাইব্রেরি খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। তিনি আরও বলেন, মোহনপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হলো এই লাইব্রেরি উদ্বোধন হওয়ার ফলে। এরজন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারাধন সাহা, বিশিষ্ট লেখক রাখাল মজুমদার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ।