আগরতলা, ৬ নভেম্বর : দেশের সংস্কৃতি এবং শিল্পকলার প্রতি বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে কলা উৎসবের আয়োজন। বুধবার রাজধানীর মহারানী তুলসিবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এই কলা উৎসবে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
বুধবার রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন পশ্চিম জেলার সমগ্র শিক্ষার উদ্যোগে এই কলা উৎসবের আয়োজন করা হয়। এদিন এই কলা উৎসবের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সাল থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন।এর মূল লক্ষ্য হল দেশের সংস্কৃতি ও শিল্পকলার প্রতি বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে সামনের দিকে তুলে ধরা।
প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কলা উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।