আমবাসা, ৬ নভেম্বর : জল ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং স্থায়িত্বের প্রতি সচেতনতা ও সংবেদনশীলতা তৈরি করতে বুধবার ল থেকে নীতি আয়োগ ১৫ দিনের জল উৎসবের সূচনা করে। এই উপলক্ষে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে কুলাই ঠাকুরপল্লী এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা, জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, নীতি আয়োগের ইয়ং প্রফেশনাল অলকা নন্দা আর পি, পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার জীবন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানীয় জলের উৎস গুলির মধ্যে পবিত্র সূত্র বন্ধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন পানীয় জলের উৎসগুলিকে আমাদের রক্ষা করতে হবে নতুবা অদূর ভবিষ্যতে পানীয় জলের জন্য আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সাথে জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণের জন্যেও সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এই অনুষ্ঠানে এলাকার সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পানীয় জল সংরক্ষণ এবং এই জল উৎসবকে কেন্দ্র করে একটি শপথ বাক্য পাঠ করেন প্রত্যেকে। আগামী দিন এই জল উৎসবের বার্তা ছড়িয়ে পানীয় জলের অপচয় বন্ধ এবং উৎসগুলির সঠিক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে জেলাজুড়ে।