আগরতলা, ৬ নভেম্বর : বুধবার আগরতলায় ভগৎ সিং যুব আবাসে ককবরক ভাষা নিয়ে দুই দিনের সেমিনার অনুষ্ঠিত হয় ককবরক ল্যাঙ্গুয়েজ এন্ড আদার কমিউনিটির উদ্যোগে।
এই সেমিনারের মূল বিষয়বস্তু নিয়ে ককবরক ল্যাঙ্গুয়েজ এন্ড আদার কমিউনিটির ডাইরেক্টর আনন্দ হরি জমাতিয়া সংবাদ মাধ্যমকে জানান, এই কর্মশালার মধ্যে ককবরক ভাষা শিক্ষার পদ্ধতি ও প্রশ্নপত্রের পেটার্নসহ ব্লু প্রিন্ট এবং ত্রিপুরী জাতিদের জাতিগত ক্রীড়া বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া আজকে মূলত প্রশ্নপত্রের পেটার্নসহ ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা হয়। ত্রিপুরী জাতিদের জাতিগত যে ক্রীড়া রয়েছে তা হারিয়ে যাচ্ছে, তাই জাতিগত ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই সেমিনার।
প্রসঙ্গত, সেমিনারে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনাক্রমে কিভাবে ত্রিপুরী জাতিদের জাতিগত ক্রীড়াগুলিকে ধরে রাখা যায় সে বিষয়ে তাদের কাছ থেকে ফিডবেক নেওয়া হয় এবং সেগুলিকে বই আকারে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।