উদয়পুর, ৫ নভেম্বর : শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং প্রদর্শনের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই উদ্যোগ হাতে নিয়েছে। কলা উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরতে পারছে। মঙ্গলবার উদয়পুরের রাজর্ষি হলে গোমতী জেলাভিত্তিক দু’দিনব্যাপী কলা উৎসবের উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অর্থমন্ত্রী নলেন, কলা উৎসবের লক্ষ্য ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা এবং লালন করা। কলা উৎসব শিল্প কলা ও সাংস্কৃতিক বৈচিত্র্য অন্বেষণ এবং উদযাপন করার একটি মঞ্চ।এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য অর্থমন্ত্রী আহ্বান জানান।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, ভারতবর্ষে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিদ্যমান। সংস্কৃতির বিকাশ ও প্রসারে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য দেশব্যাপী এই কলা উৎসবের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুতপা সূর প্রমুখ।