বিশালগড়, ৫ নভেম্বর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিশালগড় -গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মণ, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান ও টিএসআর বাহিনী। সংহতি পদযাত্রা বিশালগড় বাইপাস থেকে শুরু করে নদীলাক, ধ্বজনগর, বাইদ্যারদীঘি পর্যন্ত পরিক্রমা করে।
রাজনৈতিক মহলের দাবি হঠাৎ করে বিশালগড়ে জেগে উঠল কংগ্রেস।বিশালগড়ে কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয় সেদিনই রাজনৈতিক সংঘর্ষ হয়। তবে এবারে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএফ ও টিএসআর জওয়ান মোতায়েন করেন।