বিশালগড়, ৬ নভেম্বর : তুফান ও শিলাবৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে শীতকালীন ফসলের। বাদ যায়নি সিপাহীজলা জেলাও। এই জেলার চড়িলামে ব্যাপক ক্ষতির সম্মুখীন বহু চাষী।
জানা গিয়েছে, মঙ্গলবার দিন বিকেল বেলার বড় বড় শীলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চড়িলাম ব্লকের ধারিয়াথল ভিলেজের জনজাতি মহিলা বৃদ্ধা জয়া দেববর্মা। প্রবল শীলাবৃষ্টিতে জয়া দেববর্মার ১২ কানি জমির পাকা ধান একেবারে জল এবং কাঁদার নিচে চলে যায়। সঙ্গে এই বৃদ্ধার ১০ কানি রাবার বাগানের মধ্যে অনেক রাবার গাছ। মূল্যবান কড়ই এবং সেগুন গাছ মাটি থেকে গোড়া পর্যন্ত উপড়ে ফেলে দেয় দমকা হাওয়া। সঙ্গে ওনার বসতঘরের টিনের ছাউনি ফুটো হয়ে যায়। এই বৃদ্ধা প্রতিবছর সরকারের কাছে ধান বিক্রি করেন। রাবার বাগান, ধানি জমি এবং বসতঘর মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জয়া দেববর্মা।