সাব্রুম, ৬ নভেম্বর : বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের বিজয়নগরের বটতলা গ্রামে। মৃত ব্যক্তির নাম বিপ্লব দাস। বয়স ৩২ বছর। বিপ্লব দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে ও রাতে সাব্রুমে বজ্র সহ বৃষ্টি হয়।গভীর রাতে সাব্রুমে ঝড় বৃষ্টি হয়। এই ঝড় বৃষ্টির সাথে হয় বজ্রপাত। রাত আড়াইটা নাগাদ বিজয়নগরের বটতলার বিপ্লব দাস ঘুমের মধ্যে বজ্রপাতে অজ্ঞান হয়ে যায়। বাড়ীর লোকজন ও পাশ্ববর্তী লোকজন মিলে বিপ্লব দাসকে নিয়ে আসেন সাব্রুম মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাসকে মৃত বলে ঘোষণা করেন।
বিপ্লব দাস পেশায় দিনমজুর। প্রতিদিনের মত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমতে যায়। কিন্তু গোটা সাব্রুম মহকুমা এলাকায় ওইদিন বিকাল থেকে ধাপে ধাপে চলছিল বজ্রসহ শীলা বৃষ্টি। রাত আড়াইটা নাগাদ বজ্রাঘাত বিপ্লব আহত হয় বলে সংবাদমাধ্যমকে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনা আঁচ করতে পেরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিপ্লব দাসকে নিয়ে রওনা হয় সাব্রুম মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে। তিনটা দশ মিনিট নাগাদ সাব্রুম হাসপাতালে পৌঁছলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এই মৃত্যু সংবাদে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে বিপ্লব তার এক সন্তান এবং স্ত্রীকে রেখে যান।