আগরতলা, ৪ নভেম্বর : ‘শব্দ দানব’ বলে কথিত ডিজে সিস্টেমের দাপটে অতিষ্ঠ রাজধানী আগরতলার মানুষ। উৎসবের মরশুমে ডিজে সিস্টেম বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা থেকে শুরু করে আগতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। কিন্তু মুখ্যমন্ত্রী এবং মেয়র এর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শারদ উৎসব এবং কালীপুজোয় ‘শব্দ দানব’ ডিজে সিস্টেমের দাপটে তিষ্ঠিত হয়ে উঠে রাজধানীবাসী।
রবিবার ছিল দীপাবলি উপলক্ষে আয়োজিত কালীপুজোর দশমী। আগরতলা পুর নিগমের অন্তর্গত বারোটি দশমীঘাটেই কালী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এই বিসর্জন প্রক্রিয়াতেও চলে ডিজে সিস্টেমের দাপট। রবিবার এর বিরুদ্ধে অভিযানে নামে পশ্চিম থানার পুলিশ। অভিযানে নেমে পুলিশ ডিজে সিস্টেম সহ একটি গাড়িকে আটক করে। রামনগরের একটি এলাকার শ্যামা পূজোর উদ্যোক্তারা দশমী পর্ব সেরে ফেরার পথে ডিজে সিস্টেমের বিকট শব্দে গান বাজিয়ে ফিরছিল। তখন পুলিশ অভিযান চালিয়ে ডিজে সিস্টেম সহ টিআর০১ এজে ১৫৫৬ নম্বরের গাড়িটি আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে।
সোমবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়ে বলেন, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই ধরনের অভিযান সংঘটিত করা হয়েছে। এই ক্ষেত্রে ননীগোপাল দে এবং সত্যব্রত দের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। পশ্চিম থানার ওসি আরো জানান, দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত মোট চারটি ডিজে সিস্টেম সহ গাড়ি আটক করা হয়েছে।