আগরতলা, ৪ নভেম্বর : নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি তদারকি করার জন্য অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা দুটি দোকান বন্ধ করে দিয়েছে৷ সোমবার আগরতলার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী সৌগত পাল এবং রঞ্জিত পাটোয়ারির দোকান বন্ধ করে দিয়েছেন৷
এনফোর্সমেন্ট টিমের এক আধিকারিক জানিয়েছেন, সদর মহকুমা প্রশাসনের আধিকরিক, খাদ্য সুরক্ষা দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত এই এনফোর্সমেন্ট টিম সোমবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷ তাতে বাজারের অনেক দোকান পরিদর্শন করা হয়৷ এর মধ্যে সৌগত রায়ের দোকানে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রকাশ্যে আসে৷ প্রচুর পরিমানে বাংলাদেশের সোয়াবিন তেলের বোতল পাওয়া গিয়েছে তার দোকানে৷ এই সোয়াবিন তেলের বৈধ কোন মেমো সহ অন্যান্য কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক৷ তাই ওই দোকান বন্ধ করা হয়েছে৷ তাছাড়া, রঞ্জিত পাটোয়ারি নামে এক ব্যবসায়ীর দোকানে চালের কোন মেমো পাওয়া যায়নি৷ তাছাড়া ওই দোকান ওজন পরিমাপ করার যন্ত্রপাতিতেও গড়মিল পাওয়া যায়৷ তাই এই দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের আধিকারিক জানিয়েছেন৷