আগরতলা, ২ নভেম্বর : রাজধানী আগরতলা শহরের রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে পানীয় জল দপ্তরের আধিকারিকদের অভিমত, কিছু মানুষ বাড়িঘরে অবৈধভাবে মোটরের সাহায্যে জল সংগ্রহ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের নীরব ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে এই সংকটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রের ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় দূর্গা পূজার পর থেকেই জল সংকট দেখা দেয়। গত ১৫ দিনেরও বেশি সময় ধরে একটানা চলছে এই পানীয় জলের সংকট। এর ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিকাংশ বাড়ি ঘরেই পানীয় জলের সংকটে দিশেহারা মানুষ। বিষয়টি জেনেও প্রশাসন মুখে কুলুপ এঁটে রয়েছে বলে অভিমত জল সংকটে নাজেহাল বাসিন্দাদের।
রামনগর এলাকার এক বাসিন্দা জানান, পানীয় জলের সংকটে এলাকার প্রতিটি পরিবার ভীষণভাবে অসুবিধার সম্মুখীন। জলের অভাবে বাড়ি ঘরে নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। প্রশাসন সবকিছু জানার পরও ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে অনেকেই রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন পানীয় জলের কার্যালয়ে অভিযোগ দায়ের করছেন। অভিযোগ পেয়ে দপ্তরের কর্মীরা বিভিন্ন স্থানে পাইপলাইন পরিষ্কার করছেন। শনিবার রামনগর এলাকায় পানীয় জল দপ্তরের এক আধিকারিক জানান, অভিযোগ পেয়ে বিভিন্ন স্থানে তারা লাইন পরিস্কার করছেন। কিন্তু পানীয় জলের পাইপ লাইন ঠিকই রয়েছে। মূল সমস্যা হচ্ছে পাইপে জল নেই। তাঁর মতে প্রচুর সংখ্যক মানুষ অবৈধভাবে মোটর লাগিয়ে পাইপের সব জল সংগ্রহ করে নিচ্ছে। এর ফলেই এই জলসঙ্কট সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য বাড়ি ঘরে অবৈধভাবে মোটর সংযোগের বিরুদ্ধে আগরতলা পুর নিগম বা ডিডাব্লিউএস দপ্তর কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এখনই সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে বিভিন্ন মহলের অভিমত। অন্যথায় পানীয় জলের সংকট আগামী দিনে বিরাট আকার ধারণ করবে তা বলাই বাহুল্য।