আমবাসা, ২ নভেম্বর : শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলার ডলুবাড়ী গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে উদ্বোধন হল জেলাভিত্তিক বিদ্যালয় স্তরে বিজ্ঞান বিষয়ক নাটক প্রতিযোগিতা। জেলা শিক্ষা আধিকারিক দপ্তরের উদ্যোগে এবং ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারা গাছের জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস।
এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সুত্রধর সহ অন্যান্যরা। এই নাটক প্রতিযোগিতা পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়। বিষয়গুলি হল গ্লোবাল ওয়াটার ক্রাইসিস, এ আই এন্ড সোসাইটি, মর্ডান টেকনোলজি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ এন্ড হাইজিন, ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট।
জেলার সাতটি বিদ্যালয় এই নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেকটি বিষয়ের উপর বিদ্যালয়গুলি তাদের নাটক মঞ্চস্থ করে। এই প্রতিযোগিতা থেকে যে বিদ্যালয় প্রথম স্থান অধিকার করবে সেই বিদ্যালয় রাজ্য স্তরে তাদের নাটক মঞ্চস্থ করার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পাবে।
বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে অন্যান্য দিকে সমৃদ্ধ করার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা তাদেরকে খুব সহায়তা করবে। পড়াশোনা যেমন রয়েছে তার সাথে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এইসব ছাত্রছাত্রীদের মানসিক উন্নতি ঘটাতে সাহায্য করবে।