উদয়পুর, ১ নভেম্বর : ভিআইপি এসকর্ট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির৷ দূর্ঘটনাটি ঘটেছে দীপাবলির রাতে আনুমানিক নয়টা নাগাদ গোমতী জেলার উদয়পুরের গকুলপুর এলাকায়৷ নিহত ব্যক্তির নাম পিযুষ কান্তি দেবনাথ (২৮)৷ বাড়ি টেপানিয়ায়৷
মৃত ব্যক্তির এক নিকটাত্মীয় জানিয়েছেন, দীপাবলির রাতে নয়টা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন পিযুষ কান্তি দেবনাথ৷ গকুলনগর এলাকায় পৌঁছতেই আগরতলার দিক থেকে মাতাবাড়িগামী একটি ভিআইপি এসকর্ট গাড়ি স্কুটির পিছনে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায় পিযুষ৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিযুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পিযুষ কান্তি বিশ্বাস মারা যান৷
শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিহত পিযুষের স্ত্রী এবং দুই বছরের সন্তান রয়েছে৷ নিকটাত্মীয় সহ স্থানীয় লোকজন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবারকে যাতে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয়৷
উদয়পুর, ১ নভেম্বর : ভিআইপি এসকর্ট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির৷ দূর্ঘটনাটি ঘটেছে দীপাবলির রাতে আনুমানিক নয়টা নাগাদ গোমতী জেলার উদয়পুরের গকুলপুর এলাকায়৷ নিহত ব্যক্তির নাম পিযুষ কান্তি দেবনাথ (২৮)৷ বাড়ি টেপানিয়ায়৷
মৃত ব্যক্তির এক নিকটাত্মীয় জানিয়েছেন, দীপাবলির রাতে নয়টা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন পিযুষ কান্তি দেবনাথ৷ গকুলনগর এলাকায় পৌঁছতেই আগরতলার দিক থেকে মাতাবাড়িগামী একটি ভিআইপি এসকর্ট গাড়ি স্কুটির পিছনে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায় পিযুষ৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিযুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পিযুষ কান্তি দেবনাথ মারা যান৷
শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিহত পিযুষের স্ত্রী এবং দুই বছরের সন্তান রয়েছে৷ নিকটাত্মীয় সহ স্থানীয় লোকজন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবারকে যাতে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয়৷