আগরতলা, ৩১ অক্টোবর : রাজধানী আগরতলা শহরের প্রতাপগড় এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনায় জড়িত তিন কুখ্যাত চোরকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ৷ সেই সাথে উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার৷ আরও কয়েকজনের নামধাম জানতে পেরেছে পুলিশ যারা এই চুরির ঘটনার সাথে জড়িত৷
বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসি জানিয়েছেন, ২৩ অক্টোবর প্রতাপগড় এলাকার বাসিন্দা রাকেশ সাহা অভিযোগ করেছিলেন যে তাঁর বাড়িতে চুরি হয়৷ সাথে ভোলা বনিক নামে ওই এলাকারই এক ব্যক্তি অভিযোগ করেন তাঁর বাড়িতে স্থাপিত কালী মন্দিরে চুরি হয়৷ দুটি ঘটনারই এফআইআর নেয়া হয়৷ সেই মোতাবেক পূর্ব আগরতলা থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি ও কলেজটিলা ফাঁড়ির পুলিশকে নিয়ে একটি টিম গঠন করে৷ তদন্ত শুরু করা হয়৷
তদন্তে আগরতলা শহরে চোরের যে দলটি সক্রিয় রয়েছে সেই চোরের দলের সদস্যদের আটক করে জোর জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাতে প্রতাপগড়ের রাজু দাস, ভাটি অভয়নগরের সায়ন সরকার এবং গোর্খাবস্তি এলাকার প্রিতম থাপা নামের তিন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়৷ তাদের হেপাজত থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়৷ পূর্ব আগরতলা থানার ওসি আরও জানিয়েছেন বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে আরও কয়েকজনের নামধাম জানতে পেরেছে যারা শহরের বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে৷ খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে৷