আগরতলা, ৩১ অক্টোবর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণদিবস যথাযথ মর্যাদায় ত্রিপুরার নানা জায়গায় পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধামন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। গান্ধীঘাট গিয়ে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে প্রদেশ নেতৃত্বরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে সারা রাজ্যের সাথে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা কর হয় আগরতলা শহরে। পদযাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস ও তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
এদিকে, স্মরণ শ্রদ্ধায় ইম্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন হল কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও তাঁর জীবন আদর্শ বক্তব্যে তুলে ধরেন বিভিন্ন বক্তারা।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর আজকের এই দিনটিতে নিজস্ব নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই দিনটি সারা ভারতবাসীর কাছে কালো দিন হিসেবে চিহ্নিত।