কদমতলা, ৩০ অক্টোবর : পাঁচ দফা দাবির ভিত্তিতে কদমতলা থানায় প্রতিনিধি মুলক ডেপুটেশন প্রদান করল সিপিআইএম ও কংগ্রেস দলের নেতারা৷
জানা গিয়েছে, ৬ ও ৭ অক্টোবর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ভাবে নিরিহ মানুষকে মামলায় ফাসানো হচ্ছে৷ শিলচরের দুই গাড়ি চালক সহ স্থানীয় তিন যুবককে অবিলম্বে মুক্তি সহ মন্দির- মসজিদে স্থায়ী নিরাপত্তা প্রদান এবং কদমতলায় একটি স্থায়ী টিএসআর ক্যাম্প বসানোর দাবী রাখেন কংগ্রেস ও সিপিআইএমের নেতৃত্ব। তাছাড়া, কদমতলার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা, রাজনৈতিক নেতৃত্ব সহ জনপ্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠকের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনার আহ্বান রাখেন তারা।
এদিন থানার ওসি জয়ন্ত দেবনাথের সাথে প্রতিনিধি মুলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিধায়ক ইসলাম উদ্দিন, প্রদেশ কংগ্রেস এর সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক প্রমুখ।