কদমতলা, ২৮ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় ৬ অক্টোবরের সাস্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ব্লক চেয়ারম্যান।
জানা গিয়েছে, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি৷ তাদের জিনিস পত্র সব লুট হয়ে গেছে। কিছু দোকান আগুনেও পুড়েছে। তারা অর্থের অভাবে মেরামত করতে পারছেন না। বাজারের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান মিহির নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, কদমতলা বাজার কমিটির সভাপতি ও সম্পাদকরা৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান দ্রুত সরকারি সহায়তা তাদের প্রদান করা হলে দোকান মেরামত কিংবা মালপত্র তুলতে সুবিধা হবে৷