আগরতলা, ২৮ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যাপক দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগে। সদর জেলা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভকারীরা টিসিএ এর সভাপতি ও সচিবের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে।
কংগ্রেসের নেতৃত্বরা দাবি করেছেন, টিসিএ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রভাবশালী মাফিয়াদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। অভিযোগ করেছেন যে কিছু খেলোয়াড় এবং পরিচালকরা পক্ষপাতমূলক আচরণ করছেন।অভিযোগগুলির মধ্যে একটি হল রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রণব দেবনাথের সাথে কথিত দুর্ব্যবহার। শনিবার ত্রিপুরা বনাম মুম্বাই ম্যাচের সময় তাকে মাঠে প্রবেশ করতে বারণ করা হয়েছিল। কংগ্রেস সমর্থকদের মতে, ঘটনাটি প্রাক্তন খেলোয়াড়দের প্রতি টিসিএ-এর অবহেলা। সদর জেলা কংগ্রেসের নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যদি টিসিএ এর সভাপতি ও সচিবের পদত্যাগের দাবি পূরণ না হয় তাহলে কংগ্রেস তাদের বিক্ষোভ আরও বাড়িয়ে তুলবে।