আগরতলা, ২৮ অক্টোবর : ৪৩তম আগরতলা বইমেলা আগামী বছরের ২ জানুয়ারি শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বইমেলা উপলক্ষে সোমবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়,ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার প্রমুখ।
সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, নবীন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে। তাহলেই বইমেলা আয়োজনের স্বার্থকতা আসবে। বর্তমানে সামাজিক মাধ্যম ও ইন্টারনেটের যুগে নবীন প্রজন্মের মাঝে বইয়ের গুরুত্বকে তুলে ধরা একটি চ্যালেঞ্জিং বিষয়। তাই এবারের বইমেলায় আরও বেশি করে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের কিভাবে যুক্ত করা যায় তারজন্য পদক্ষেপ নিতে তিনি অনুরোধ করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবগুলিকে বইমেলা থেকে বই ক্রয় করার জন্য অনুরোধ করেন।