তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর : আলোর উৎসব দীপাবলি ও কালীপূজাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরায় চলছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক তৎপরতা। মোম, প্রদীপ তৈরিতে যেমন কর্মব্যস্ততা তেমনি কালী মূর্তি তৈরির কাজও চলছে জোরদার।
খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গার মূর্তি কারিগরদের মধ্যে চরম ব্যস্ততা। তেলিয়ামুড়ার মূর্তি কারিগর নরেশ পাল জানান, এই সময়ের মধ্যে মূর্তি তৈরি করতে গিয়ে অনেকটাই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তি তৈরি করে খুব বেশি লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তির দাম যতটা বৃদ্ধি হওয়ার দরকার ততটা বৃদ্ধি হয়নি। নরেশ পাল এর বক্তব্য হচ্ছে সুপ্রাচীন এই মূর্তি তৈরীর ব্যাবসাটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।