আগরতলা, ২৫ অক্টোবর : ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন পিয়ালী দেব। প্রায় ছয় মাস আগে পিয়ালী উত্তর-পূর্ব নেপালের সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর স্বপ্ন পূরণের লক্ষ্যে তাঁর যাত্রা শুরু করেছিলেন।
কাঠমান্ডুর খারিখোলা থেকে শুরু করে, তিনি চার দিনের মধ্যে ৭০ কিলোমিটার ট্র্যাক শেষ করেন এবং অবশেষে ২৪ অক্টোবর ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন। বেস ক্যাম্পে পৌঁছানোর পর ত্রিপুরার পর্বতারোহী একটি ভিডিও বার্তায় তাঁর আনন্দ ভাগ করে নেন। তাঁর পরিবারের সদস্যদের মতে, অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং ভ্রমণ সবসময়ই পিয়ালীর আবেগের মধ্যে ছিল।