আগরতলা, ২৫ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর শনিবার। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
এই সাংগঠনিক বৈঠকর বিষয়ে রাজীব ভট্টাচার্য আরও বলেন, প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সাংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সাংগঠনিক বৈঠক। আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি অভিযোগ করেন বিরোধী দলগুলি রাজ্যের বর্তমান সরকার ও বিজেপির নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সাম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজীব ভট্টাচার্য এদিন বিরোধী দলনেতার উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন বাম আমলে রাজ্যে কতজন মন্ত্রী, বিধায়ক, মহকুমা শাসক নিহত হয়েছেন। কয়টি ঘটনার বিচার হয়েছে? বাম আমলে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার তথ্য তুলে ধরে এদিন পাল্টা জিতেন্দ্র চৌধুরীকে প্রশ্ন করেন প্রদেশ বিজেপি সভাপতি।