দীপাবলি উপলক্ষে মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

আগরতলা, ২৬ অক্টোবর : দীপাবলি উৎসবকে সামনে রেখে আগরতলার নন্দননগরের কুমোর পাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এদিন তিনি মাটির প্রদীপ ক্রয় করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানের সাড়া দিয়ে ত্রিপুরায় স্থানীয় ভাবে উৎপাদিত অন্যতম পণ্য হল মৃৎশিল্পীদের পণ্য। অত্যাধুনিক উপায়ে উৎপাদিত তাঁদের পণ্য এখন আগের তুলনায় আরো দৃষ্টিনন্দন হয়েছে। দীপাবলিতে সকলকে রাজ্যের মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্য ক্রয় করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আধুনিক বৈদ্যুতিন আলোর সাজসজ্জার পাশাপাশি মাটির প্রদীপের কদর এখনও অমলিন। দীপাবলিতে আলোকসজ্জা চিরাচরিত প্রথা। আর এই প্রচলিত প্রথায় বাড়ি ঘরে এখনো মাটির প্রদীপ জ্বালানো হয়। তবে মাটির প্রদীপ তৈরি যারা করেন সেই মৃৎশিল্পীরা এখনো আর্থিকভাবে তেমন সচ্ছল হননি। তাই দাবি উঠেছে এই শিল্প ও শিল্পী বাঁচিয়ে রাখতে সরকারি সহয়তা প্রদানের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?