বিলোনিয়া, ২৫ অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলার তৃষ্ণা অভয়ারণ্যে গোপন খবর এর ভিত্তিতে উদ্ধার করা হল হরিণ এর মাংস ও তিনটি দেশি বন্দুক। তৃষ্ণা এডিসি ভিলেজ এর উত্তর কাঁসারির হরিচরণ রোয়াজা পাড়াতে বাসী ত্রিপুরা ও হাজার কুমার ত্রিপুরার বাড়িতে হরিণ এর মাংস ও বাসী ত্রিপুরার ঘরের খাটের মধ্যে তিনটি বন্দুক পাওয়া যায়। পাঁচশ থেকে ছয়শ গ্রাম হরিণ এর মাংশ পওয়া যায়।
জানা যায় বাকি মাংস ভাগ বাটোয়ারা হয়ে গেছে এর আগেই। দীর্ঘ দিন ধরে চোরাশিকারিরা তৃষ্ণা অভয়ারণ্যে হরিণ শিকার করে আসছিল। বণদপ্তরের কর্মীরা অনেক অভিযান চালিয়েছিল কিন্তু সফলতা পাননি। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে এই অভিযন চালিয়ে সফল হয়। বাড়ির মালিক বাসী ত্রিপুরা ও হাজার কুমার ত্রিপুরা পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা করছে পুলিশ ও বন কর্মীরা। বন দপ্তরের তরফে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। এই অভিজানে নেতৃত্ব দেন তৃষ্ণা অভয়ারণ্য মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস, রেঞ্জ অফিসার বিকাশ ঘোষ, রাজনগর রেঞ্জ অফিসার সুকান্ত সরকার সহ বন দপ্তরের কর্মীরা ও পিআর বাড়ি থানার পুলিশ।
তৃষ্ণা অভয়ারণ্যের মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস জানান, এই ধরনের অভিযান চলবে। আসামীদের গ্রেফতারের করা হবে দ্রুত। কয়েক দিন আগেও একজনকে একটি দেশী বন্দুক সহ গ্রেফতার করা হয়েছিল। গোটা বিলোনিয়া মহকুমার মানুষ চাইছে এই বনদস্যু ও চোরাশিকারিদের বিরুদ্ধে আরো কঠোর হোক তৃষ্ণা অভয়ারণ্য বনদপ্তরের কর্মীরা।