আগরতলা, ২৬ অক্টোবর : অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা – ২০২৪ শুরু হয়েছে শনিবার।রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সচিব সহদেব সাহা সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটিকে ধন্যবাদ জানান। বিশেষ করে যারা জন্ম থেকে এইভাবে রয়েছেন তাদের জন্য বিনোদনমূলক ব্যবস্থার আয়োজন করায়। রাজ্য সরকার সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগীরা প্রমাণ করে দিয়েছেন যে তাঁরা সমাজের অন্যান্য মানুষ থেকে কোন অংশে কম নয়।
উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা করেন। এই প্রতিযোগিতায় ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে দৃষ্টি দিব্যাঙ্গরা অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।