আগরতলা, ২৪ অক্টোবর : বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তিনটি মিষ্টির দোকান। ঘটনা রাজধানী আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকায়। একটি মিষ্টির দোকানের রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি মিষ্টির দোকানের রান্নাঘরে কারিগররা রান্না করছিলেন। এমন সময় একটি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে রান্নাঘরে আগুন ধরে যায়। বাতাসে ভর করে দ্রুত আগুন অন্যান্য দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন।দমকল কর্মীদের প্রায় ৪০ মিনিটের তৎপরতায় আগুন আয়ত্বে আনেন।
জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষাধিক টাকা হবে। এলাকাবাসীর অভিমত, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন আয়ত্বে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেত এবং আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তে পারত। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্ডার গোল চক্কর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে, বর্ডার গোলচক্কর এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আগরতলা পুর নিগম এবং রাজ্য সরকার। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত হবে। এরই মধ্যে মহকুমা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। মেয়র আরো জানান, ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ রয়েছে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ড আয়ত্বে আনতে দমকল কর্মীরা যে তৎপরতা দেখিয়েছেন তার জন্য তাদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।