আগরতলা, ২৫ অক্টোবর : শুক্রবার কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর হাত ধরে দিল্লিতে ২১তম প্রাণী সম্পদ শুমারী কার্যক্রমের সূচনা হয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রাণী সম্পদ শুমারীর কাজ পরিচালিত হবে।
দেশের অন্যান্য রাজ্যের সাথে শুক্রবার থেকেই ত্রিপুরাতেও এই প্রাণীসম্পদ শুমারীর কার্যক্রমের সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, হর্টিকালচার দপ্তরের সহ-অধিকর্তা শান্তনু দেববর্মা, মৎস্য দপ্তরের সহ অধিকর্তা অলক দেববর্মা সহ অন্যান্যরা। রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সভাগৃহে হয় এই অনুষ্ঠান।
এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল জানান, জেলাভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে ব্লক পর্যায় থেকে এই প্রাণীসম্পদ শুমারীর কাজ চলবে। এই কাজে ব্লক, জেলা এবং রাজ্যভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। এই প্রাণী সম্পদ শুমারীর কাজে অংশগ্রহণ করবেন ৫৭৮ জন ইনুভেটর এবং ১০২ জন সুপারভাইজার ।মূলত এদের নেতৃত্বেই এই পশু গণনার কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি ।
প্রাণী সম্পদ শুমারীতে ১৫ টি প্রজাতির গবাদি পশু অন্তর্ভুক্ত করা হবে।এগুলি হলো গরু, মহিষ, মিঠুন বা গয়াল, ইয়াক, ভেড়া, ছাগল, শুকর, ঘোড়া, খচ্চর, গাধা, কুকুর, খরগোশ এবং হাতি। প্রাণী সম্পদ শুমারীতে হাঁস ও মুরগির সংখ্যাও গণনা করা হবে।